You have reached your daily news limit

Please log in to continue


শেষ সময়ে নগরবাসীকে স্বপ্ন দেখাচ্ছেন প্রার্থীরা, ওড়াচ্ছেন প্রতিশ্রুতির ফানুস

ফুরিয়ে আসছে সময়। এক দরজা থেকে আরেক দরজা; ভোটারের হাতে হাত রেখে করমর্দনেও কেমন যেন গতি। প্রার্থীরা সেকেন্ড-মিনিটকেও দাম দিচ্ছেন এখন। নগরবাসীকে দেখাচ্ছেন স্বপ্ন; ওড়াচ্ছেন প্রতিশ্রুতির ফানুস; দিচ্ছেন ওয়াদা। কারণ আজ সোমবার রাতে বাজবে কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে প্রচারণা বন্ধের ঘণ্টা। শেষ সময়ের বিরামহীন প্রচারণায় মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা ছুটছেন তো ছুটছেন। পাশাপাশি মেয়র প্রার্থীদের একে অপরের নামে বিষোদ্গার থামেনি এখনও।

শেষ সময়ে এসে নৌকার মনোনয়নপ্রত্যাশী অনেকেই আওয়ামী লীগ প্রার্থী আরফানুল হক রিফাতের পক্ষে গতকাল রোববার সকাল থেকে প্রচারণায় নেমেছেন। এদিকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট গ্রহণের লক্ষ্যে রিটার্নিং অফিসার ও স্থানীয় প্রশাসন সব রকম প্রস্তুতি গ্রহণ করেছেন। প্রতিটি কেন্দ্রে সিসি টিভি ক্যামেরা স্থাপন ও ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণও গুছিয়ে আনা হয়েছে। জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসানের নেতৃত্বে জেলা প্রশাসনের একটি দল নগরীর ১০৫ কেন্দ্র পরিদর্শনে মাঠে নেমেছে। ভোটারদের মক ভোটিংসহ আনুষ্ঠানিক সব কার্যক্রম আজ সোমবারের মধ্যে শেষ হচ্ছে। সব মিলিয়ে কঠোর নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হচ্ছে কুমিল্লা নগরী।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন