কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

Chambal: স্বামী ছিলেন চম্বলের কুখ্যাত ডাকাত, ভোটে জিতে স্ত্রী হলেন পঞ্চায়েত প্রধান!

আনন্দবাজার (ভারত) মধ্যপ্রদেশ প্রকাশিত: ১২ জুন ২০২২, ১২:৫৪

এক সময় তাঁর স্বামীর ভয়ে এলাকা কাঁপত। চম্বলের সেই ডাকাত সর্দার মলখান সিংহের স্ত্রী হলেন পঞ্চায়েত প্রধান। সদ্য শেষ হওয়া মধ্যপ্রদেশের গুণা জেলায় পঞ্চায়েত ভোটে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হলেন মলখানের স্ত্রী ললিতা রাজপুত।এক সময় তাঁর দাপটে তটস্থ ছিল প্রশাসন।


বড় গোঁফের ডাকাত সর্দার মলখানের নামে ছিল মোট ৯৪টি মামলা। তার মধ্যে ছিল ১৮টি ডাকাতি, ২৮টি অপহরণ এবং ১৭টি খুনের অভিযোগ। ১৯৮৪ সালে সেই মলখান তাঁর দলবল নিয়ে তৎকালীন মুখ্যমন্ত্রী অর্জুন সিংহের কাছে আত্মসমর্পণ করেন। ভিন্দে জন্ম মলখানের। তবে অপরাধ-জগৎ থেকে সরে আসার পর এখন থাকেন গুণা জেলার একটি গ্রামে।মলখানের দ্বিতীয় স্ত্রী ললিতা। গত ২৫ জুন থেকে মধ্যপ্রদেশে পঞ্চায়েত ভোট শুরু হয়। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও