কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

সব সংকটের মূলে দুর্নীতি

যুগান্তর ডা. জাহেদ উর রহমান প্রকাশিত: ১২ জুন ২০২২, ০৯:১৩

ব্রিটিশ আমলে ভারতীয় উপমহাদেশে বসানো ম্যাগনেটিক পিলার বা বর্ডার পিলারের ভেতরে নাকি আছে অতি দুষ্প্রাপ্য ধাতুতে তৈরি মুদ্রা। এ মুদ্রার আছে নানা রকম অলৌকিক গুণ। এটি নাকি আকর্ষণ করে চালকে। এটি থেকে অদ্ভুত আলোর বিচ্ছুরণ হয়, ধাতব মুদ্রা হলেও এটি পানিতে ভাসে। সীমান্ত পিলারের ভেতরে এ ধাতব মুদ্রা থাকে যে বোতলাকৃতি পাত্রের মধ্যে, সেটির নাকি আছে অলৌকিক গুণ-ভেতরে পানি নিলে তা নাকি স্বয়ংক্রিয়ভাবে ফুটতে শুরু করে।


ধাতব মুদ্রাটির জন্য অনেক মানুষ হন্যে হয়ে ঘুরেছেন; কারণ, এটি বিদেশে হাজার কোটি টাকায় বিক্রি হয়। কেউ আবার পেয়েছেন এই তথ্য যে, মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা সীমান্ত পিলারের একটি অলৌকিক ধাতব কয়েন কিনতে ৫০ কোটি ডলার পর্যন্ত ব্যয় করতে প্রস্তুত আছে। এমন একটি কয়েন নাকি নাসার ১০০ বছরের বিদ্যুতের চাহিদা মেটাবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও