সীতাকুণ্ডে বিস্ফোরণ: আর্থিক ক্ষতি ১ হাজার ৪৪০ কোটি টাকা
সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে ভয়াবহ অগ্নিকাণ্ড ও বিস্ফোরণে প্রায় ১ হাজার ৪৪০ কোটি টাকা ক্ষতির কথা জানিয়েছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ), বাংলাদেশ ইনল্যান্ড কনটেইনার ডিপো অ্যাসোসিয়েশন (বিকডা) ও ফায়ার সার্ভিস। এর মধ্যে পোশাক রপ্তানি খাতের উদ্যোক্তাদের ক্ষতির পরিমাণ প্রায় ৪০০ কোটি টাকার বেশি বলে জানিয়েছে বিজিএমইএ।
বিজিএমইএর সহসভাপতি রকিবুল আলম চৌধুরী দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'বিএম কনটেইনার ডিপোতে যাদের পণ্য ছিল, তাদের তথ্য দিতে বলা হয়েছিলো। শনিবার দুপুর পর্যন্ত আমাদের ১২৮ ইউনিট থেকে মোট ৪০ দশমিক ৪৪ মিলিয়ন মার্কিন ডলার (৩৭৭ কোটি টাকা)-এর মালামালের ক্ষতি হয়েছে বলে রিপোর্ট করেছে। পুরো হিসাব পেলে ক্ষতির পরিমাণ ৪০০ কোটি টাকা ছাড়িয়ে যাবে।'
তিনি বলেন, 'চট্টগ্রামের রপ্তানিকারকদের মধ্যে ফোর এইচ গ্রুপ, প্যাসিফিক জিনস, ক্লিপটন, এশিয়া গ্রুপের রপ্তানির পণ্যের চালান ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া প্রাণ ও অনন্ত গ্রুপের রপ্তানি পণ্য ছিল।'