![](https://media.priyo.com/img/500x/https://cdn.ajkerpatrica.net/contents/cache/images/720x0x1/uploads/media/2022/04/17/f236d22d80ff5dfad5b6b07d0219782b-625c3c45c0d3e.jpg)
বাইরে ফিটফাট হলেও ভেতরে ক্ষোভ-অস্বস্তি
পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে নতুন রূপ পেয়েছে বিএনপির সঙ্গে জামায়াতে ইসলামীর সম্পর্ক। এই দুই মিত্রের সম্পর্ক ভালো যাচ্ছে না। ভেতরে-ভেতরে টানাপোড়েন এতটাই যে, সম্পর্ক ছিন্ন করার তাগিদও আছে উভয় দলের তরফে। এই বাস্তবতাকে আড়াল করে ভোট ও মাঠের রাজনীতির স্বার্থে ‘বাইরে ফিটফাট’ নীতিতে অনেকটা লোকদেখানো সুসম্পর্ক দেখিয়ে চলেছে দুই দলই।
বর্তমান আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকারকে সরিয়ে নির্দলীয় সরকারের অধীনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের দাবি তুলছে বিএনপি ও সমমনা দলগুলো। পরিকল্পনা অনুযায়ী জাতীয় ঐক্য প্রক্রিয়ার অংশ হিসেবে বিভিন্ন দলের সঙ্গে অনানুষ্ঠানিক আলোচনা শেষ করেছে বিএনপি। এখন শুরু হয়েছে আনুষ্ঠানিক আলোচনা। এসব আলোচনার মাধ্যমে আগামী বছরের শুরু থেকে আন্দোলনের রূপরেখা ঠিক করার কথা দলগুলোর পক্ষ থেকে বলা হচ্ছে। এই অবস্থায় বিএনপির সঙ্গে জামায়াতের সম্পর্কের বিষয়টি আবারও আলোচনায় এসেছে জোরেশোরে। একই আলোচনায় আছে দুই দলের সম্পর্ক ছিন্ন হওয়ার আভাস। বিষয়টি নিয়ে উভয় দলের ভেতরে চলছে নানা গুঞ্জন।