![](https://media.priyo.com/img/500x/https://d30fl32nd2baj9.cloudfront.net/media/2022/06/11/bogura-rural-electric-110622-01.jpg/ALTERNATES/w640/bogura-rural-electric-110622-01.jpg)
বগুড়ায় ‘অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে খুন’ বিদ্যুৎকর্মী
বগুড়ায় ‘অবৈধ সংযোগ’ বিচ্ছিন্ন করতে যাওয়া পল্লীবিদ্যুতের এক কর্মীর লাশ উদ্ধার করা হয়েছে; হত্যার অভিযোগে পুলিশ আটক করেছে পাঁচজনকে।
নিহত আব্দুল হান্নান (৩৩) জেলার শাজাহানপুর উপজেলার খোট্টাপাড়া ইউনিয়নের জালশুকা গ্রামের মোজাম্মেল হকের ছেলে। বগুড়া পল্লীবিদ্যুৎ সমিতির পীরব সাবজোনাল অফিসের ’অফিস সহকারী’ ছিলেন তিনি।
শুক্রবার রাতে তিনি মারা যান। পরে রাতেই জেলার শিবগঞ্জ উপজেলার ভায়েরপুকুর থেকে পুলিশ লাশটি উদ্ধার করে বলে শিবগঞ্জ থানার এসআই লতিফুর রহমান জানান।
- ট্যাগ:
- বাংলাদেশ
- খুন
- অবৈধ সংযোগ
- অবৈধ বিদ্যুত সংযোগ