![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Fcountry%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Fnao-20220611182707.jpg)
গোয়াল ঘর থেকে ৪ গরু চুরি, হাটে বিক্রির সময় উদ্ধার
নওগাঁর পোরশায় চুরি হওয়া গরু হাটে বিক্রির সময় উদ্ধার করেছেন স্থানীয়রা। এ সময় গরু বিক্রি করতে আসা দুই ব্যক্তিকে আটকের পর পুলিশে দিয়েছেন তারা। শনিবার (১১ জুন) সকালে আদালতের মাধ্যমে তাদের জেলা কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেফতাররা হলেন- মান্দা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের শালদহ গ্রামের মোজাহার রবির ছেলে শাকিল (২২) ও রাজশাহীর মোহনপুর উপজেলার ধুরইল গ্রামের রশিদের ছেলে সোহেল রানা (২৬)।