বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন ২১ জন, একজনের অবস্থা গুরুতর
চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনায় দগ্ধ ২১ জন ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন। তাদের মধ্যে তিন জন ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) রয়েছেন, যাদের একজনের শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় ভেন্টিলেশনে রাখা হয়েছে।
শনিবার (১১ জুন) দুপুর পৌনে ২টায় বাংলা ট্রিবিউনকে এসব তথ্য জানান বার্ন ইনস্টিটিউটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন। এ সময় রোগীদের শারীরিক অবস্থা ‘সার্বিকভাবে দিনদিন উন্নতির দিকে যাচ্ছে’ বলেও উল্লেখ করেন তিনি।
ডা. সামন্ত লাল সেন জানান, শুক্রবার পর্যন্ত তার প্রতিষ্ঠানে ভর্তি রোগীর সংখ্যা ছিল ২০। শনিবার সকালে নতুন করে একজন ভর্তি হয়েছেন। এখানে চিকিৎসাধীন রোগীর মধ্যে তিন জন আইসিইউতে এবং বাকিরা পোস্ট অপারেটিভ ওয়ার্ডে আছেন।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
৯ মাস, ১ সপ্তাহ আগে
৯ মাস, ২ সপ্তাহ আগে
৯ মাস, ২ সপ্তাহ আগে
৯ মাস, ৩ সপ্তাহ আগে
৯ মাস, ৩ সপ্তাহ আগে
৯ মাস, ৩ সপ্তাহ আগে
৯ মাস, ৪ সপ্তাহ আগে
দেশ রূপান্তর
| সেন্ট্রাল মেডিকেল স্টোর ডিপো (কেন্দ্রীয় ঔষধাগার)
১০ মাস আগে