বাজেট কি লিঙ্গ বৈষম্য দূর করবে?
দেশে লিঙ্গ বৈষম্য কমাতে এবারের বাজেট বক্তৃতায় তরুণ নারীদের পেশাগত ও কারিগরি দক্ষতা উন্নয়নে গুরুত্বারোপের ওপর জোর দেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
তিনি বলেন, ৮টি পঞ্চবার্ষিক পরিকল্পনার সঙ্গে সঙ্গতি রেখে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নের কারণে নারীর রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক ক্ষমতায়ন এবং লিঙ্গ বৈষম্য দূরীকরণের ক্ষেত্রে বাংলাদেশ আন্তর্জাতিকভাবে বেশ ভালো অবস্থানে রয়েছে।
ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের 'গ্লোবাল জেন্ডার গ্যাপ রিপোর্ট-২০২১' এ ১৫৬ দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ৬৫ এবং এশীয় দেশগুলোর মধ্যে প্রথম। সেই প্রতিবেদনের কথা উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, অর্থনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ ও সুবিধার অধিকারের ক্ষেত্রে নারীদের অবস্থানকে 'সন্তোষজনক' করতে সরকার কাজ করছে।
পেশাগত ও প্রযুক্তিগত ক্ষেত্রে নারীর দক্ষতা উন্নয়নকে গুরুত্ব দেওয়ার জন্য অর্থমন্ত্রীর প্রতিশ্রুতি একটি প্রয়োজনীয় উদ্যোগ। তবে, লিঙ্গ সমতা নিশ্চিত করার জন্য বাংলাদেশকে আরও কয়েকটি ক্ষেত্রের দিকে নজর দিতে হবে। বিশেষ করে অর্থনৈতিক অংশগ্রহণের বৈষম্য দূর করার ক্ষেত্রে।