কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

যুক্তরাষ্ট্রগামী বিমানযাত্রীদের কোভিড পরীক্ষা উঠে গেল

বিডি নিউজ ২৪ আমেরিকা / যুক্তরাষ্ট্র প্রকাশিত: ১১ জুন ২০২২, ১২:২৫

যুক্তরাষ্ট্র এয়ারলাইন্স ও ভ্রমণখাত সংশ্লিষ্টদের চাপে নত হয়ে দেশটিতে প্রবেশইচ্ছুক বিমানযাত্রীদের ক্ষেত্রে কোভিড পরীক্ষার নেগেটিভ সনদ দেখানোর ১৭ মাসের পুরোনো বিধান তুলে নিয়েছে।


শুক্রবার সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের (সিডিসি) পরিচালক রোশেল ওয়ালেনস্কি চার পৃষ্ঠার এক নির্দেশনায় ওই বিধান তুলে নেওয়ার কথা জানান। বলেন, এটির ‘এখন আর দরকার নেই’।


যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় সময় রোববার প্রথম প্রহর থেকে বিধান তুলে নেওয়ার ওই সিদ্ধান্ত কার্যকর হতে যাচ্ছে বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে।


বিমানযাত্রীদের কোভিড নেগেটিভ সনদ দেখানোর এ বিধানটি যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ কোভিড-১৯ নির্দেশনাগুলোর একটি ছিল; গ্রীষ্মকালীন ভ্রমণ মৌসুমের শুরুতেই এর ইতি ঘটল।


যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে কোভিড পরীক্ষার নেগেটিভ সনদ দেখাতে হবে, এমন নিয়মের ফলে মার্কিন নাগরিকরা বিদেশে যাওয়ার পর কোভিড পজিটিভ হলে তাদের সেখানেই আটকে পড়ে থাকতে হতে পারে, এমন উদ্বেগ দেখা দেয়। আর সে কারণে অনেক নাগরিকই বিদেশ ভ্রমণে উৎসাহ হারিয়ে ফেলেছে বলে অভিযোগ করে আসছিল মার্কিন এয়ারলাইন্সগুলো।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও