You have reached your daily news limit

Please log in to continue


‘স্টার্টআপে সুখবর, ল্যাপটপ আমদানিতে ভ্যাট বসানো সাংঘর্ষিক’

বাজেটে আইসিটি খাতের অবস্থা যেন ‘হরিষে বিষাদ’। একদিকে স্টার্টআপে বিশেষ প্রণোদনার প্রস্তাব। অন্যদিকে ল্যাপটপ থেকে শুরু করে কম্পিউটারের নানা সামগ্রীর আমদানিতে রেয়াত সুবিধা প্রত্যাহার। অর্থমন্ত্রী বলেছেন, দেশীয় কম্পিউটার উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো অসম প্রতিযোগিতার মুখে পড়েছে। তা থেকে রক্ষাতেই এ ব্যবস্থা। তবে সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন ভিন্ন কথা।

প্রস্তাবিত ২০২২–২৩ অর্থবছরের বাজেটে বক্তৃতায় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) খাতের উদ্যোগসমূহকে উৎসাহ দেওয়ার কথা বলেছেন। দেশীয় প্রযুক্তি পণ্য বিকাশের জন্য আমদানি করা পণ্যের ওপর ভ্যাট বসানো হয়েছে। স্টার্টআপে বিশেষ প্রণোদনার প্রস্তাবসহ আইসিটি বিভাগের বরাদ্দ বেড়েছে ২৫০ কোটি টাকার বেশি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন