মাছ-মুরগি-সবজির দাম অপরিবর্তিত, কমেছে রসুনের দাম
ডেইলি বাংলাদেশ
প্রকাশিত: ১০ জুন ২০২২, ১১:২২
রাজধানীর বাজারগুলোতে সপ্তাহের ব্যবধানে গাজর ও শসার দাম ছাড়া বেশিরভাগ সবজির দাম অপরিবর্তিত রয়েছে। সেই সঙ্গে অপরিবর্তিত রয়েছে মাছ ও মুরগির দামও। তবে কিছুটা দাম কমেছে আমদানি করা রসুন ও ফার্মের মুরগির ডিমের। আর পেঁয়াজ বিক্রি হচ্ছে আগের দামেই।
শুক্রবার রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, প্রতিকেজি গাজর ১৮০ টাকায় বিক্রি হচ্ছে। আর কেজিপ্রতি শসা বিক্রি হচ্ছে ৮০ টাকায়। কারওয়ান বাজারের সবজি ব্যবসায়ী আব্দুর রাজ্জাক বলেন, এখন বাজারে যে গাজর পাওয়া যাচ্ছে তার বেশিরভাগ আমদানি করা। দেশি গাজর নেই। আমদানি করা এসব গাজর দেখতে সুন্দর এবং ওজনে বেশি হয়। মূলত আমদানির কারণেই গাজরের দাম বেশি। বাজারে এক কেজি পাকা টমেটো ৭০-৮০ টাকায় বিক্রি হচ্ছে। সপ্তাহের ব্যবধানে এ সবজির দামে তেমন পরিবর্তন আসেনি।