![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2021-11%252Fe5073321-70a7-46d8-9039-c38ce0ad7b13%252Fppe_cover.jpg%3Fauto%3Dformat%252Ccompress%26format%3Dwebp%26w%3D640%26dpr%3D1.0)
মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার তৈরিতে শুল্ক মওকুফের সুবিধা বাদের প্রস্তাব
করোনাভাইরাস টেস্টিং কিট, হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক, ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী (পিপিই) এবং করোনাভাইরাস শনাক্তকরণে আরটি-পিসিআর কিট উৎপাদন ও প্রস্তুত করার কাঁচামাল আমদানির ওপর বিদ্যমান শুল্ককর মওকুফের সুবিধা বাদ দেওয়ার প্রস্তাব করা হয়েছে। এই প্রস্তাব অনুমোদন হলে করোনা ভাইরাস নিয়ন্ত্রণে ভূমিকা রাখা এসব পণ্যের দাম বাড়তে পারে।
আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২২-২৩ অর্থ বছরের বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এই প্রস্তাব করেন।