অস্ত্রোপচারের পর জানা গেল টিউমার নেই
বরিশালের আগৈলঝাড়া উপজেলার পূর্ব পয়সরহাট গ্রামের সোহাগ মিয়ার স্ত্রী সুমি আক্তার (২৫) গাইনি সমস্যার চিকিৎসা নিতে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক বিপুল বিশ্বাসের কাছে যান। শারীরিক পরীক্ষা-নীরিক্ষার পর চিকিৎসক ধারণা করেন সুমি আক্তারের জরায়ুতে টিউমার হয়েছে।
তিনি ইউএসজি টিভিএস নামের একটি পরীক্ষা দিয়ে গৌরনদী শহরের এবি সিদ্দিক ডায়াগনস্টিক সেন্টারে পাঠিয়ে চিকিৎসক মনিকা বিশ্বাসের মাধ্যমে করাতে বলেন। তার কথা মতো ২০ মে ওই ডায়াগনস্টিক সেন্টার থেকে পরীক্ষা করান সুমি আক্তার। পরীক্ষার পর মনিকা বিশ্বাস জানান, সুমির জরায়ুতে ডিম আকারের বড় টিউমার রয়েছে।
যা দ্রুত অস্ত্রোপচার করাতে হবে। পরবর্তীতে রিপোর্ট নিয়ে সুমি আক্তার চিকিৎসক বিপুল বিশ্বাসকে দেখালে তিনিও দ্রুত অস্ত্রোপচার করাতে বলেন এবং দ্রুত অস্ত্রোপচার করে টিউমার অপসারণ করা না হলে সুমি আক্তারের জীবননাশের শঙ্কা রয়েছে বলে জানান। বিষয়টি জানার পর স্বজনরা দুশ্চিন্তায় পড়েন। চিকিৎসক বিপুল বিশ্বাসের বলে দেওয়া গৌরনদীর শারমিন ক্লিনিকে ভর্তি করা হয় সুমি আক্তারকে। সেখানে চারদিন আগে অস্ত্রোপচার হয় সুমি আক্তারের।
- ট্যাগ:
- বাংলাদেশ
- ভুল চিকিৎসা
- অস্ত্রপচার