তিন প্রশ্ন সামনে রেখে এগোচ্ছে তদন্ত কমিটি
বিস্ফোরণ কেন ঘটেছে, এর পেছনে হাইড্রোজেন পার অক্সাইড দায়ী, নাকি অন্য কোনো রাসায়নিক ছিল—এটি খতিয়ে দেখছে তদন্ত কমিটি। শুধু এ প্রশ্নই নয়, বিএম কন্টেইনার ডিপোতে কী কারণে অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছে, এ অগ্নিকাণ্ডের ঘটনায় কারও দায়িত্বে অবহেলা ছিল কিনা তাও খতিয়ে দেখছে তারা। এ জন্য ইতিমধ্যে সংশ্লিষ্ট সংস্থাগুলো ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করেছে। সর্বশেষ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে পুলিশের ক্রাইম ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টের (সিআইডি) ক্রাইম সিন ইউনিট।
এমনটাই জানিয়েছেন এ ঘটনায় বিভাগীয় কমিশনার কার্যালয়ের গঠিত তদন্ত কমিটির সমন্বয়ক অতিরিক্ত বিভাগীয় কমিশনার মিজানুর রহমান। তিনি বলেন, ‘আমরা তিনটি বিষয় সামনে রেখে তদন্তকাজ এগিয়ে নিচ্ছি। সেখানে কেন অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছে, কন্টেইনার বিস্ফোরণের কারণ কী এবং এ ঘটনায় কারও দায়িত্বে অবহেলা ছিল কিনা?’