কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

অভাব মেটাতে ইরানকে ক্রিকেট খেলতে পাঠিয়েছে পরিবার

www.ajkerpatrika.com প্রকাশিত: ০৯ জুন ২০২২, ০৯:১৪

ক্রিকেট তার ধ্যান-জ্ঞান। তবে অগ্রজদের দাপটে এলাকায় খেলার সুযোগ ছিল না। মাঠের বাইরে দাঁড়িয়ে বল কুড়িয়ে দুধের স্বাদ ঘোলে মেটানোই ছিল তার কাজ। কিন্তু এভাবে কি আর ভালো লাগে? পাড়া-মহল্লায় সমবয়সীদের নিয়ে খেলার ইচ্ছা অপূর্ণ থাকে সঙ্গীর অভাবে। মাঠে খেলার চেয়ে মোবাইলে বুঁদ হয়ে থাকে অধিকাংশ সমবয়সী। নিরুপায় হয়ে সঙ্গী হিসেবে দেয়ালকে বেছে নিয়েছিলেন ইরান খন্দকার।



হাত ঘুরিয়ে দেয়ালে বোলিং করেছেন। বল দেয়ালে লেগে ফিরে এলে আবার বোলিং করেছেন। তার এ কাজ দেখে স্থানীয় এক ক্রিকেটারের কৌতূহল জাগে। কাছে গিয়ে আবিষ্কার করেন ইরানের মাঝে আদর্শ স্পিনারের অনেক গুনাগুণ বিদ্যমান। ওই ক্রিকেটারের কল্যাণেই বরিশাল স্টেডিয়ামে প্রথমবারের মতো খেলার সুযোগ পান স্বপ্নবাজ এ কিশোর। স্বল্প সময়ে দৃষ্টি কাড়েন বেসিক ক্রিকেট কোচিং একাডেমি কোচদের। সেখান থেকে সুযোগ পান জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতায়। 


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও