তুমুল ঝগড়ায় কথা বন্ধ বন্ধুর সঙ্গে? ঝামেলা মিটিয়ে নিন এই উপায়ে…
eisamay.com
প্রকাশিত: ০৮ জুন ২০২২, ২০:৪০
আমাদের প্রত্যেকেরই জীবনেই ভালো বন্ধুরা আছেন(Friendship Goals)। বন্ধুদের সঙ্গে অনেক ভালো মুহূর্ত আমরা কাটাই। একসঙ্গে ঘুরতে যাওয়া, আনন্দ করা, আড্ডা দেওয়ায় অনেক নির্ভেজাল মুহূর্ত রয়েছে আমাদের। কারও কারও ছোটবেলার বন্ধুদের সঙ্গেই খুব ভালো সময় কাটে। আবার অনেকেই কলেজে উঠে বা চাকরিজীবনে এসে প্রকৃত বন্ধুর সন্ধান পান।
দেখুন আমরা সবাই সবার থেকে আলাদা। তাই যে কোনও সম্পর্কে দুজন মানুষের মধ্য়ে মতবিরোধ হওয়াই স্বাভাবিক। বন্ধুদের সঙ্গে ঝগড়া (Fight) হয় আমাদের। এমন কত বন্ধুর সঙ্গেই ঝগড়া হয়ে কথা বন্ধ হয়ে গিয়েছে। কিন্তু পরিস্থিতি আর আগের মতো স্বাভাবিক হয়নি। দেখুন এরকম করে কি লাভ আছে? আপনি কি চান, এরকম হোক? আপনার ভালো বন্ধুর সঙ্গে সব ঠিক করে নিন। কীভাবে পরিস্থিতি স্বাভাবিক করতে পারেন, উপায় বলছি আমরা।