আরব বিশ্বের ‘ভারত বয়কট’ আন্দোলন
ভারতের ভাইস প্রেসিডেন্ট বেঙ্কাইয়া নায়ডু রাষ্ট্রীয় সফরে গিয়েছিলেন কাতার। তিনি থাকাকালেই ৫ জুন ২০২২ কাতার সরকার ভারতীয় রাষ্ট্রদূতকে তলব করে ভারতের ক্ষমতাসীন হিন্দু মৌলবাদী দল বিজেপির দু’জন নেতার ইসলামের শেষ নবী হজরত মোহাম্মদ (সা.) সম্পর্কে কটূক্তির কড়া প্রতিবাদ হাতে ধরিয়ে দেয়। ওই চিঠিতে বলা হয়, ‘ভারত সরকারের কাছ থেকে এই মন্তব্যগুলোর জন্য জনসাধারণের কাছে ক্ষমা চাওয়ার এবং অবিলম্বে নিন্দা প্রত্যাশা করছে কাতার। এই ধরনের ইসলামোফোবিক মন্তব্যকে শাস্তি ছাড়া চলতে দেওয়া, মানবাধিকার সুরক্ষার জন্য মারাত্মক বিপদ সৃষ্টি করে এবং আরও কুসংস্কার এবং কোণঠাসা করার দিকে নিয়ে যেতে পারে, যা সহিংসতা এবং ঘৃণার একটি চক্র তৈরি করবে।’
এখানেই থেমে থাকেনি কাতার। কাতারের সহকারী পররাষ্ট্রমন্ত্রী ললওয়াহ আলখাতে টুইট করে বলেছেন, ‘দীর্ঘদিন ধরে বৈচিত্র্য ও সহাবস্থানের জন্য পরিচিত একটি দেশে ইসলামোফোবিক আলোচনা বিপজ্জনক পর্যায়ে পৌঁছেছে। আনুষ্ঠানিকভাবে এবং পদ্ধতিগতভাবে মুখোমুখি না হলে, ভারতে ইসলামকে লক্ষ্য করে পদ্ধতিগত বিদ্বেষমূলক বক্তব্য ২০০ কোটি মুসলমানের বিরুদ্ধে ইচ্ছাকৃত অপমান হিসেবে বিবেচিত হবে।’
- ট্যাগ:
- মতামত
- মানবাধিকার
- সহিংসতা
- মৌলবাদী
- সৌদি রাষ্ট্রদূত