ব্লাড ক্যানসার সম্পর্কে জানুন
প্রথম আলো
প্রকাশিত: ০৬ জুন ২০২২, ১৫:৩৫
রক্তে তিন ধরনের কণিকা থাকে—লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা ও অণুচক্রিকা। অস্থিমজ্জার ভেতর এই রক্তকণিকাগুলো তৈরি হয়। লিউকেমিয়া হলো রক্ত বা অস্থিমজ্জার ভেতর শ্বেত রক্তকণিকার অস্বাভাবিক বৃদ্ধি। যেকোনো বয়সের পুরুষ বা নারীর লিউকেমিয়া বা লিম্ফোমা হতে পারে।
কারণ
প্রকৃত কারণ অজানা। তবে রেডিয়েশন, কারখানাজাত কেমিক্যাল বা রাসায়নিক, কীটনাশক, ভেজাল খাবার, হেয়ার ডাই, লুব্রিকেন্টস, বার্নিশ, কেমোথেরাপি ড্রাগস ও কিছু জেনেটিক অসুখকে দায়ী করা হয়। কোনো কারণে অস্থিমজ্জার ভেতরে স্টেমসেলের মিউটেশন বা পরিবর্তন হলে রক্তকণিকা তৈরির সময় ব্লাস্টসেল বা অপরিপক্ব কোষ অতি দ্রুত বৃদ্ধি পায়।
- ট্যাগ:
- স্বাস্থ্য
- ব্লাড ক্যান্সার