এমপিওভুক্তির ঘোষণা এক সপ্তাহের মধ্যে: শিক্ষামন্ত্রী
এক সপ্তাহের মধ্যে প্রায় আড়াই হাজার শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিওভুক্তির আওতায় আনার ঘোষণা আসছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।
রোববার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “এমপিওর কাজ শেষ করা হয়েছে। আশা করি এক সপ্তাহের মধ্যে ঘোষণা করতে পারব। ঘোষণার পরপরই তারা এর সুবিধা পাবে।”
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত করতে গত ৩০ সেপ্টেম্বর গণবিজ্ঞপ্তি প্রকাশ করে শিক্ষা মন্ত্রণালয়।
পরে গত বছরের ১০ থেকে ৩১ অক্টোবর এমপিওভুক্তির জন্য অনলাইনে সাড়ে চার হাজারের বেশি নিম্ন মাধ্যমিক স্কুল, মাধ্যমিক স্কুল, উচ্চ মাধ্যমিক কলেজ ও ডিগ্রি কলেজের আবেদন আসে।
এছাড়া প্রায় চার হাজার মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান আবেদন করে। আবেদন করা সাড়ে আট হাজার প্রতিষ্ঠানের মধ্যে নতুন শিক্ষাপ্রতিষ্ঠান সাড়ে ৬ হাজার।