মুমিনুলদের ব্যাটিং ধস ঠেকানোর উপায় কী?
সাদা পোশাকে বাংলাদেশের ব্যাটিং ধস কিছুতেই কাটছে না। সম্প্রতি শ্রীলঙ্কার বিপক্ষে ২৪ রানে ৫ উইকেট হারানোর ঘটনাও ঘটেছে। টপ অর্ডার ধসে পড়েছে আলগা শট খেলে। আউটগুলো অত্যন্ত দৃষ্টিকটু ছিল।
এছাড়া অযথা দ্রুত রান নিতে গিয়ে রান-আউটের ঘটনাও ঘটেছে। আসন্ন উইন্ডিজ সফরে এই দৃশ্য আর দেখতে চায় না বাংলাদেশ। শিষ্যদের উদ্দেশ্যে সমস্যা সমাধানের জন্য কিছু উপদেশ দিয়েছেন ব্যাটিং কোচ জেমি সিডন্স।
আজ শনিবার মিরপুর শেরে বাংলায় সাংবাদিকদের সিডন্স বলেন, 'নতুন বল খেলা সব দলের জন্যই চাপের, সবসময়ই কঠিন। আমরা মানসিকভাবে শক্ত থাকা নিয়ে কথা বলেছি, টেকনিক নিয়ে কথা বলেছি। মারার বল না পেলেও মেরে দেওয়া যাবে না। আমরা যেমন দেখেছি জয়কে গোটা দুই আলগা শট খেলতে। এই ধরনের শট খেলা যাবে না। চাপে পড়ে একটা রানআউট হয়েছে, যেটা উচিত নয়। এই ধরনের ছোট মুহূর্তগুলো পরের ব্যাটসম্যানের ওপর চাপ সৃষ্টি করে। '
- ট্যাগ:
- খেলা
- ব্যাটিং
- ব্যাটিং বিপর্যয়
- সিডন্স