দল-নিরপেক্ষ সরকার: অভিজ্ঞতা বনাম বাস্তবতা

www.ajkerpatrika.com ড. মমতাজ উদ্দিন পাটোয়ারী প্রকাশিত: ০৩ জুন ২০২২, ১০:৪১

বিএনপি এবং কিছু কিছু দল আগামী নির্বাচন উপলক্ষে দেশে একটি দল-নিরপেক্ষ সরকারের দাবি জানিয়ে আসছে। তারা বর্তমান সরকারের অধীনে কোনো নির্বাচনে অংশ নেবে না বলেও জোর দিয়ে বলছে। তাদের দল-নিরপেক্ষ সরকারের যুক্তির ভিত্তি হিসেবে ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনকে হাজির করছে। তাদের বক্তব্যে যেমন কিছু যৌক্তিকতা আছে আবার অনেক কিছুই তাদের নিজস্ব ব্যাখ্যামতে।


তা ছাড়া, দল-নিরপেক্ষ সরকারের অতীত অভিজ্ঞতা সুখকর নয়। দল-নিরপেক্ষ সরকারের অভিজ্ঞতা ১৯৯০-৯১ তে একভাবে হয়েছিল। আবার ১৯৯৬-২০০৮ পর্যন্ত অন্যভাবে হয়েছিল। সে কারণে যারা এখন দল-নিরপেক্ষ সরকারের দাবি করছে, তারাও জোর দিয়ে করতে পারছে না, ১৯৯০-৯৬-এর মতো সমর্থনও পাচ্ছে না। নব্বইয়ের দশকে তত্ত্বাবধায়ক সরকারের ধারণাটি ছিল সাময়িক সংকট থেকে উত্তরণের চিন্তা। সে কারণে বিষয়ের গভীরে না গিয়ে এটি অনেকটা সমস্যার তাৎক্ষণিক সমাধানের প্রেসক্রিপশন হিসেবে বিবেচিত হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও