দল-নিরপেক্ষ সরকার: অভিজ্ঞতা বনাম বাস্তবতা
বিএনপি এবং কিছু কিছু দল আগামী নির্বাচন উপলক্ষে দেশে একটি দল-নিরপেক্ষ সরকারের দাবি জানিয়ে আসছে। তারা বর্তমান সরকারের অধীনে কোনো নির্বাচনে অংশ নেবে না বলেও জোর দিয়ে বলছে। তাদের দল-নিরপেক্ষ সরকারের যুক্তির ভিত্তি হিসেবে ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনকে হাজির করছে। তাদের বক্তব্যে যেমন কিছু যৌক্তিকতা আছে আবার অনেক কিছুই তাদের নিজস্ব ব্যাখ্যামতে।
তা ছাড়া, দল-নিরপেক্ষ সরকারের অতীত অভিজ্ঞতা সুখকর নয়। দল-নিরপেক্ষ সরকারের অভিজ্ঞতা ১৯৯০-৯১ তে একভাবে হয়েছিল। আবার ১৯৯৬-২০০৮ পর্যন্ত অন্যভাবে হয়েছিল। সে কারণে যারা এখন দল-নিরপেক্ষ সরকারের দাবি করছে, তারাও জোর দিয়ে করতে পারছে না, ১৯৯০-৯৬-এর মতো সমর্থনও পাচ্ছে না। নব্বইয়ের দশকে তত্ত্বাবধায়ক সরকারের ধারণাটি ছিল সাময়িক সংকট থেকে উত্তরণের চিন্তা। সে কারণে বিষয়ের গভীরে না গিয়ে এটি অনেকটা সমস্যার তাৎক্ষণিক সমাধানের প্রেসক্রিপশন হিসেবে বিবেচিত হয়েছে।