দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে পাথরঘাটায় সিপিবির বিক্ষোভ
দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে চট্টগ্রামের পাথরঘাটায় বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার (২ জুন) সন্ধ্যায় পাথরঘাটা ফিশারিঘাট এলাকায় এ বিক্ষোভ সমাবেশ করেন তারা। সমাবেশে বক্তারা বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য, পরিবহন ব্যয়, বাসাভাড়া, শিক্ষার খরচ, ওষুধের খরচ- সবকিছুই বেড়েছে। প্রক্রিয়া চলছে আবার বিদ্যুতের দাম বাড়ানোর।
চালের বাজারে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে দাম বাড়ানোর প্রক্রিয়া চলেছে। চাতাল মালিক, মিল মালিকদের দৌরাত্ম্য, পরিবহনে চাঁদাবাজি দূর করতে সরকারের কোনো পদক্ষেপ নেই। কয়েকজন ব্যবসায়ীর কাছে জিম্মি দেশের তেল, চিনি, ডালের বাজার। এসব ‘খাদ্য বিধাতা’দের তোয়াজ করেই সরকার চলছে। মানুষের ন্যূনতম বেঁচে থাকার জন্য যতটুকু প্রয়োজন সেই ক্রয়ক্ষমতাও নাগালের বাইরে চলে গেছে। সরকার মানুষের ভাত ও ভোটের অধিকার কেড়ে নিয়েছে। ‘বিনা ভোটের সরকার’ দেশের মানুষকে আজ ভাতে মারতে চলেছে।