![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Fcountry%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Flal-20220602191304.jpg)
নিখোঁজের দুইদিন পর গৃহবধূর মরদেহ মিললো তিস্তায়
নিখোঁজের তিনদিন পর ফরিদা বেগম (৩০) নামের এক গৃহবধূর মরদেহ তিস্তা নদী থেকে উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২ জুন) দুপুরে সদর উপজেলার তিস্তা নদীর পাড় থেকে মরদেহ উদ্ধার করা হয়। নিহত ফরিদা বেগম লালমনিরহাটের হারাটী ইউনিয়নের কিসামত চোঙ্গাদারা গ্রামের ছাত্তার আলীর দ্বিতীয় মেয়ে এবং খুনিয়াগাছ ইউনিয়নের মৃত নবিয়ার খাড্ডার ছেলে দুলাল হোসেনের স্ত্রী।
তার দুই সন্তান রয়েছে। নিহতের বাবা ছাত্তার আলী ৩১ মে (মঙ্গলবার) লালমনিরহাট সদর থানায় ফরিদা নিখোঁজ মর্মে জিডি করেন। পুলিশ জানায়, বৃহস্পতিবার দুপুরে তিস্তার তীরে মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে লালমনিরহাট থানা পুলিশ পরিচয় শনাক্তের চেষ্টা করেন। পরে ফরিদার বাবা মরদেহ শনাক্ত করলে পুলিশ ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠায়। ছাত্তার আলী জানান, সাত বছর আগে পারিবারিকভাবে দুলাল হোসেনের সঙ্গে ফরিদার বিয়ে হয়। বিয়ের পর তাদের ঘরে দুটি ছেলে সন্তান হয়।