You have reached your daily news limit

Please log in to continue


পরকীয়ায় ধরা পড়ে পিকে এখন 'বাড়িছাড়া'!

বিশ্ব ফুটবলের সবচেয়ে আকর্ষণীয় জুটি বার্সেলোনার স্প্যানিশ তারকা জেরার্ড পিকে এবং পপ সম্রাজ্ঞী শাকিবরা। বিয়ে না করলেও ১২ বছর ধরে তাদের প্রেমকাহিনী ঘুরে বেড়াচ্ছে বিশ্ব ফুটবলে। প্রেমের ফসল হিসেবে দুটি সন্তানও আছে তাদের। এই সম্পর্ক টিকিয়ে রাখতেই তারা নাকি বিয়ে করছিলেন না।

কিন্তু শেষরক্ষা কি হলো? স্প্যানিশ মিডিয়ায় গুঞ্জন, পিকে-শাকিরার সম্পর্কে ফাটল ধরেছে! কাতালান দৈনিক 'এল পিরিওদিকো' দাবি করেছে, পরকীয়া ধরা পড়ে যাওয়ায় পিকে এখন বাড়ি ছাড়া।  গত এক সপ্তাহ ধরে নাকি তিনি আলাদা থাকছেন। তিনি বার্সেলোনায় কায়ে মুনতানের অঞ্চলে একা একা ক্লাব সতীর্থ রিকে পুচ ও বন্ধুবান্ধবের সঙ্গে জমিয়ে পার্টি করছেন।

শুধু একটুকুই নয়, পত্রিকাটি দাবি করেছে যে, পিকে অন্য এক নারীর সঙ্গে পরকীয়ায় জড়িয়ে শাকিরার কাছে ধরা পড়ে গেছেন। এরপর শাকিরা তার সঙ্গে আর থাকছেন না।   প্রেমিকার কাছে ধরা খাওয়ার পর ৩৫ বছরের পিকে নাকি এখন উদ্দাম জীবনযাপন করছেন। প্রতিদিনই বিভিন্ন নারী সঙ্গীকে নিয়ে পার্টি করছেন, চলছে রাত্রিযাপনও। গত মার্চের পর পিকেকে নিয়ে সোশ্যাল সাইটে কোনো পোস্ট করেননি ৪৫ 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন