কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

গোপনে কেউ কম্পিউটার ব্যবহার করলে বুঝবেন যেভাবে

প্রথম আলো প্রকাশিত: ০২ জুন ২০২২, ১৫:৫২

বাসা বা অফিসে গোপনে কেউ আমাদের কম্পিউটার ব্যবহার করছে কি না, তা বেশ কিছু পদ্ধতি অবলম্বন করে জানা যায়। এ জন্য প্রথমেই উইন্ডোজ ইভেন্ট ভিউয়ার অপশন ব্যবহার করতে হবে। কারণ, কম্পিউটার চালু করলেই দিনক্ষণসহ তথ্য সংরক্ষণ করে রাখে উইন্ডোজ ইভেন্ট ভিউয়ার।


উইন্ডোজের ইভেন্ট ভিউয়ার থেকে লগইনের তথ্য জানার জন্য Windows ‍+ R চেপে রান উইন্ডো চালু করতে হবে। রান উইন্ডোতে eventvwr.msc লিখে OK বা কি–বোর্ডে এন্টার চাপতে হবে। ইভেন্ট ভিউয়ার অপশন চালু হলে বাঁ পাশের তালিকা থেকে Windows Logs–এর তিরচিহ্নের ওপর ক্লিক করে Security অপশন নির্বাচন করতে হবে। সময়, তারিখসহ একাধিক লগইন এন্ট্রি দেখা যাবে। প্রতিটি এন্ট্রির ওপর দুবার ক্লিক করলে কবে, কখন কম্পিউটার চালু হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য দেখা যাবে। ফলে আপনি যে সময়ে ঘরে বা অফিসে ছিলেন না, তখন কম্পিউটারে কেউ লগইন করেছে কি না, তা জানা যাবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও