বিএনপিতে মিলন, সরোয়ার, মঞ্জু ও মিনু কি কোণঠাসা? কিন্তু কেন?
বিএনপির রাজনীতিতে একসময় তারা ‘দাপুটে’, আর এখন ‘কোণঠাসা’ হয়ে দলীয় চিত্রপটের অনেকটাই বাইরে। তবুও তাদের কেউ মূল্যায়নের প্রত্যাশায়, আর কেউবা ‘দলকে দিতে’ পেতে চান ‘দায়িত্ব। কেউ আইনি ঝামেলা মোকাবেলার পাশাপাশি সময় দিচ্ছেন নিজ এলাকায়, আবার কেউ মানুষের ভালোবাসাকেই দিচ্ছেন গুরুত্ব।
বিএনপির রাজনীতিতে নানাভাবে উল্লেখযোগ্য অথচ এখন পাদপ্রদীপের বাইরে থাকা এই চার নেতা হলেন—এহসানুল হক মিলন, মজিবর রহমান সরোয়ার, নজরুল ইসলাম মঞ্জু ও মিজানুর রহমান মিনু।
দলের দুঃসময়ের এই কাণ্ডারিরা দলেই কার্যত কোণঠাসা। কেন্দ্র থেকে যথাযথ সম্মান প্রাপ্তি তো দূরের কথা, পদাবনতি, পদ হারানোর মতো ঘটনারও মুখে পড়তে হয়েছে তাদের।
কেন এমন ভাগ্যবরণ তাদের? সুস্পষ্ট কারণ জানা নেই কারো। এ নিয়ে আছে তাদের দুঃখবোধ আছে; আছে অভিমান। কারো আবার প্রত্যাশাও নেই কোনো। যতটুকু পেয়েছেন মূল্যায়ন, তা নিয়ে সন্তুষ্ট। আবার দলের মূল্যায়ন পাবার প্রত্যাশাও জারি রাখছেন কেউ।
তাদের মধ্যে এহসানুল হক মিলনের সময় যাচ্ছে সপ্তাহে দুদিন আদালতে ধর্না দিয়ে আর দুদিন বিশ্রাম নিয়ে। বাকি দিন সময় দেন নিজ এলাকা চাঁদপুরের কচুয়ায়।