পদ্মা সেতুতে এককভাবে ১.৪ বিলিয়ন ডলার দিয়েছে অগ্রণী ব্যাংক
কালের কণ্ঠ
প্রকাশিত: ০২ জুন ২০২২, ০৮:৫২
অগ্রণী ব্যাংক পদ্মা সেতু তৈরিতে এককভাবে বৈদেশিক মুদ্রা সরবরাহ করে যাচ্ছে। এখন পর্যন্ত ১.৪ বিলিয়ন ডলারের বেশি বৈদেশিক মুদ্রা সরবরাহ করেছে ব্যাংকটি। নিজস্ব রপ্তানি এবং প্রবাস আয় (রেমিট্যান্স) থেকে প্রাপ্ত বৈদেশিক মুদ্রা দিয়েই ব্যাংকটি এই অর্থ সরবরাহ করে যাচ্ছে।
ব্যাংক সূত্র জানায়, বাংলাদেশ ব্যাংক বলেছিল সংকট হলে তারাও বৈদেশিক মুদ্রা দেবে পদ্মা সেতুর জন্য। কিন্তু অগ্রণী ব্যাংক একাই এই অর্থপ্রবাহ নিশ্চিত করতে পারায় দেশের রিজার্ভে কোনো প্রভাব পড়েনি। অবশিষ্ট বৈদেশিক মুদ্রাও রাষ্ট্রায়ত্ত এই বাণিজ্যিক ব্যাংকটি সরবরাহ করবে বলে জানায় ব্যাংক কর্তৃপক্ষ।
পদ্মা সেতুর মোট ব্যয় ৩.৫৬ বিলিয়ন ডলার। টাকার হিসাবে ৩১ হাজার ৬৮৪ কোটি টাকা (প্রতি ডলার ৮৯ টাকা ধরে)। তার মধ্যে বৈদেশিক মুদ্রা প্রয়োজন হবে ২.৪ বিলিয়ন ডলার। বাকিটা স্থানীয় মুদ্রায় দেওয়া হচ্ছে।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
৮ মাস আগে