![](https://media.priyo.com/img/500x/https://www.dhakatimes24.com/assets/news_photos/2022/06/01/image-264278.jpg)
ডেনমার্কে প্রাকৃতিক গ্যাস সরবরাহ বন্ধ করেছে রাশিয়া
রুবলে লেনদেনে অস্বীকার করায় এবার ডেনমার্কে গ্যাস সরবরাহ বন্ধ করেছে রাশিয়া। ডেনমার্কের বৃহত্তম জ্বালানি সংস্থা অরস্টেড বিষয়টি নিশ্চিত করেছে। অরস্টেড জানিয়েছে, তারা এখনও তার গ্রাহকদের সেবা প্রদান করতে সক্ষম হবে বলে আশাবাদী। তবে রাশিয়ার এই পদক্ষেপের মানে হল ডেনমার্ককে ইউরোপীয় গ্যাস বাজারে আরও গ্যাস কিনতে হবে।
অরস্টেডের সিইও ম্যাডস নিপার বলেছেন, রুবলে অর্থ প্রদানের অস্বীকৃতিতে আমরা অনড়। আমরা তা মোকাবেলার প্রস্তুতি নিচ্ছি। এ পরিস্থিতি রাশিয়ার গ্যাসনির্ভরতা থেকে ইউরোপীয় ইউনিয়নের স্বাধীন হওয়ার মাধ্যমে নবায়নযোগ্য শক্তির ওপর নির্ভরতা বাড়ানোর প্রয়োজনীয়তাকে জোরালোভাবে সামনে এনেছে। রুবলে রপ্তানির অর্থ প্রদানের দাবি প্রত্যাখ্যান করায় রাশিয়া এর আগে ফিনল্যান্ড, পোল্যান্ড এবং বুলগেরিয়াতে প্রাকৃতিক গ্যাস সরবরাহ বন্ধ করে দিয়েছিল।