কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


সমন্বিতভাবে যুগপৎ আন্দোলনে বিএনপি ও ওয়ার্কার্স পার্টির ঐক্যমত

জনগণের ভোটের অধিকার নিশ্চিত করতে রাজপথে সমন্বিতভাবে যুগপৎ আন্দোলনে মতৈক্য হয়েছে বিএনপি ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। বুধবার (১ জুন) দুপুরে অন্তত দুই ঘন্টা বৈঠক শেষে সাংবাদিকদের সামনে এই মনোভাব তুলে ধরেন উভয় দলের শীর্ষ নেতারা। এদিন রাজধানীর সেগুনবাগিচায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে যান বিএনপির তিন সদস্যের প্রতিনিধি দল।

সোয়া একটা থেকে তিনটার কিছু আগে বৈঠক শেষ হয়। বিএনপির পক্ষ থেকে প্রতিনিধি দলে ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও কেন্দ্রীয় নেতা জহির উদ্দিন স্বপন। অসুস্থ থাকায় বৈঠকে যেতে পারেননি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে অংশ নেন পার্টির  সাধারণ সম্পাদক সাইফুল হক , রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী, আকবর খান, আবু হাসান টিপু, আনছার আলী দুলাল, কেন্দ্রীয় কমিটির সদস্য মাহমুদ হোসেন, এপোলো জামালীও মোফাজ্জল হোসেন মোশতাক।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন