রাবিতে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

ডেইলি বাংলাদেশ নেত্রকোনা সদর প্রকাশিত: ৩১ মে ২০২২, ১৯:০৫

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নির্মাণাধীন অ্যাকাডেমিক ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শ্রমিক মারা গেছেন।  সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা এম তারেক নূর বিষয়টি নিশ্চিত করেছেন।  মৃত সাগর (২২) নেত্রকোনা জেলার আদপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে। 


খোঁজ নিয়ে জানা যায়, ওয়েল্ডিংয়ের কাজ করার সময় দুপুর বারোটার দিকে বিদ্যুৎস্পৃষ্ট হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  প্রত্যক্ষদর্শী শ্রমিক নুরুল ইসলাম জানায়, বিদ্যুতের একটি তার মাটিতে ফেলানো ছিলো। এ সময় সাগর নামের ঐ শ্রমিক নির্মাণকাজে ব্যবহৃত একটি লোহার রড নিয়ে যেতে ধরলে তারটি ছিঁড়ে রডের সঙ্গে লেগে যায় এবং সে তৎক্ষণাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে পড়ে যায়। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও