গাজীপুরে উত্তাপ: ছাত্রদলের ‘ফটো সেশন’, ‘দাঁতভাঙা জবাব’ দিতে প্রস্তুত ছাত্রলীগ
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সম্পর্কে বিরূপ মন্তব্যের ইস্যুতে গাজীপুরের রাজপথে উত্তাপ ছাড়াচ্ছেন ছাত্রলীগের নেতাকর্মীরা। প্রতিদিনই হাজার হাজার নেতাকর্মী নিয়ে জেলা ছাত্রলীগের নবনির্বাচিত সভাপতি সুলতান সিরাজুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাছির মোড়ল মহড়া, বিক্ষোভ মিছিল ও সমাবেশ করছেন। সন্ধ্যা হলেই বেড়িয়ে পড়ছেন মশাল মিছিল নিয়ে।
অন্যদিকে, ছাত্রলীগের নেতাকর্মীদের হুমকি ও বাঁধার মুখে কোনো কোনো এলাকায় রাজপথে দাঁড়াতেই পারছে না ছাত্রদল। রোববার ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচি থাকলেও জেলার বিভিন্ন স্থানে দলীয় নেতাকর্মীরা ছাত্রলীগের বাঁধার মুখোমুখি হয়েছেন। ফলে কেন্দ্রীয় কর্মসূচি পালন করতে পারেননি। কোনো কোনো স্থানে রাতের আঁধারে ঝটিকা মিছিল বের করে ছাত্রদল। অল্প সময়ের জন্য তারা রাস্তায় নামে। এভাবে রাস্তায় নেমে ছাত্রদলের দুই-এক মিনিটের মিছিলকে ছাত্রলীগ বলছে ‘ফটো সেশন’। ছবি তুলে ফেসবুকে দেওয়ার জন্যই তারা গোপনে রাজপথে নামে বলে দাবি ছাত্রলীগের। অন্যদিকে ছাত্রদলের দাবি, ছাত্রলীগকে প্রতিহত করার পুরো প্রস্তুতিই তাদের রয়েছে।