রোবট যাবে পানির তলে

প্রথম আলো প্রকাশিত: ৩০ মে ২০২২, ১৪:১৫

বিশ্ববিদ্যালয় পর্যায়ে সাধারণত কোনো প্রতিযোগিতাকে সামনে রেখেই গড়ে ওঠে একেকটা দল। কিন্তু ব্র্যাকইউ ডুবুরি দলের প্রতিষ্ঠালগ্নে সামনে কোনো প্রতিযোগিতা ছিল না। মূলত বাংলাদেশের লঞ্চ দুর্ঘটনাসহ নৌপথের নানা সমস্যার সমাধান খোঁজার লক্ষ্যে ২০১৭ সালে যাত্রা শুরু করে ব্র্যাকইউ ডুবুরি। দলনেতা আদনান সাব্বিরের সঙ্গে ছিলেন আরও তিনজন। সেই সময় থেকেই রোবোটিকসপ্রেমী এই দল শুরু করে পানির নিচের যান (আন্ডারওয়াটার ভেহিকেল) বানানোর কাজ।


বর্তমানে এই দলের নেতা নাঈম হোসেন। তিনি বলছিলেন, ‘একজন ডুবুরি পানির তলদেশে গিয়ে যে তথ্যগুলো আনেন, সেটা যদি একটা রোবট করতে পারে, তাহলে সময় ও শ্রম দুই–ই বাঁচবে। এই ভাবনা থেকেই ব্র্যাকইউ ডুবুরি। পরিকল্পনা করার পর থেকেই আমরা পুরোদমে গবেষণা শুরু করি। এরপর এইউভি (অটোনমাস আন্ডারওয়াটার ভেহিকেল বা পানির নিচের স্বয়ংক্রিয় যান) তৈরির চেষ্টা করলাম, যেটা মানুষের নিয়ন্ত্রণ ছাড়াই কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগ করে পানির নিচে কাজ করতে পারবে। কাজ শুরু করার পর টের পেলাম, এ–সংক্রান্ত যন্ত্রপাতি কিছুই বাংলাদেশে পাওয়া যায় না। সে সময় আমাদের কোনো স্পনসরও ছিল না। বিশ্ববিদ্যালয় থেকে ফান্ড চাওয়ার মতো কিছু তৈরি করতেও পারিনি। তাই একদম স্থানীয় ও কম দামে পাওয়া যায়, এ রকম কিছু যন্ত্রপাতি ও পিভিসি দিয়ে একটা এইউভি দাঁড় করাই।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও