বিএনপির মূল্যায়ন, সরকার দমন–পীড়নের পথেই হাঁটবে
ছাত্রলীগের উপর্যুপরি হামলায় ছাত্রদলের এত নেতা-কর্মীর আহত হওয়ার ঘটনায় অপ্রস্তুত হয়ে পড়েছে বিএনপি। বিএনপির নেতারা মনে করছেন, এটা নেহাত কোনো তাৎক্ষণিক প্রতিক্রিয়ার জের নয়। এর লক্ষ্যবস্তু আগামী সংসদ নির্বাচন। এর মধ্য দিয়ে সরকারি দল এই বার্তা দিচ্ছে যে কোনো সমঝোতা নয়, দমনপীড়নের পথেই হাঁটবে তারা।
বিএনপির উচ্চপর্যায়ের একাধিক নেতা বলেন, সাম্প্রতিক সময়ে নির্বাচন কমিশনের পাশাপাশি ক্ষমতাসীন আওয়ামী লীগের উচ্চপর্যায় থেকেও বলা হচ্ছিল, আগামী সংসদ নির্বাচন নিরপেক্ষ হবে। এই নির্বাচনে বিএনপিকেও চাইছে সরকারি দল। এ নিয়ে আওয়ামী লীগের বিভিন্ন নেতা ও মন্ত্রীদের কিছুটা ‘নরম সুরে’ কথা বলে একটা অংশগ্রহণমূলক নির্বাচনী আবহ তৈরির চেষ্টা করছিলেন। কিন্তু সম্প্রতি ঢাকায় ছাত্রদলের ওপর কয়েক দফা হামলা এবং বিভিন্ন জেলায় বিএনপি ও অঙ্গসংগঠনের সমাবেশে বাধা দিয়ে পণ্ড করে দেওয়ার ঘটনায় সে আবহ ম্লান হয়ে গেছে।