![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fcdn.banglatribune.net%2Fcontents%2Fcache%2Fimages%2F1100x617x1%2Fuploads%2Fmedia%2F2022%2F05%2F28%2Ffaridpur1-34537258d316228162cc1aaebc936121.jpg%3Fjadewits_media_id%3D794401)
একজনের বাড়িতে মিললো ৩৬৪৯ ভরি রুপা
ফরিদপুর শহরের গোয়ালচামট এলাকায় অভিযান চালিয়ে তিন হাজার ৬৪৯ ভরি রুপার অলঙ্কার উদ্ধার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় একটি মোটরসাইকেল ও মোবাইলসহ দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার (২৮ মে) দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ের হলরুমে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার মো. জামাল পাশা।