 
                    
                    আবদুল গাফ্ফার চৌধুরীর মরদেহ ঢাকায়
                        
                            ডেইলি স্টার
                        
                        
                        
                         প্রকাশিত: ২৮ মে ২০২২, ১২:৪২
                        
                    
                একুশের অমর গানের রচয়িতা আবদুল গাফ্ফার চৌধুরীর মরদেহ ঢাকায় পৌঁছেছে।
আজ শনিবার সকাল ১১টার দিকে তার মরদেহ রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়।
বিমানবন্দরে আনুষ্ঠানিকভাবে গাফ্ফার চৌধুরীর মরদেহ গ্রহণ করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এ কে এম মোজাম্মেল হক।
ভাষা আন্দোলনে অংশগ্রহণ থেকে শুরু করে পরবর্তীতে বাঙালির স্বাধিকার আন্দোলনের প্রতিটি ধাপে সক্রিয়ভাবে অংশ নেওয়া গাফ্ফার চৌধুরীর প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধা প্রদর্শনের জন্য তার মরদেহ আজ দুপুর ১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হবে।
- ট্যাগ:
- বাংলাদেশ
- সাংবাদিক
- মরদেহ
- আবদুল গাফফার চৌধুরী
 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                