চোখের স্বাভাবিক লেন্স অস্বচ্ছ বা ঘোলাটে হয়ে গেলে দৃষ্টির সমস্যা দেখা দেয়।
একেই মূলত ছানি পড়া বলে। বার্ধক্যজনিত কারণ, চোখের অসুখ কিংবা চোখে আঘাত লাগার মতো একাধিক সমস্যা থেকে ছানি পড়তে পারে। অস্ত্রোপচারের মাধ্যমে অধিকাংশ সময়েই ছানির সমস্যা দূর হয়ে যায়, তবে এই অস্ত্রোপচারের পর কিছু কিছু নিয়ম মেনে চলা আবশ্যিক।