তরুণী হেনস্তা পছন্দমতো পোশাক পরে নরসিংদী রেলস্টেশনে তরুণ-তরুণীদের প্রতিবাদ
নরসিংদী রেলস্টেশনে পোশাকের জন্য এক তরুণীকে হেনস্তার প্রতিবাদ জানাতে নিজেদের ‘পছন্দমতো পোশাক’ পরে স্টেশনটিতে গিয়েছেন ২০ জন নারী-পুরুষ। আজ শুক্রবার সকাল সড়ে আটটার দিকে ঢাকা থেকে নরসিংদীগামী একটি ট্রেনে করে স্টেশনটিতে যান তাঁরা।
এ যাত্রার নাম তাঁরা দিয়েছেন ‘অহিংস অগ্নিযাত্রা’। অগ্নি ফাউন্ডেশন নামে একটি সংগঠনের সঙ্গে তাঁরা যুক্ত। তাঁদের ভাষ্য, ১৮ মে ঢাকা থেকে নরসিংদীতে বেড়াতে যাওয়া এক বিশ্ববিদ্যালয়ছাত্রী রেলস্টেশনে যে আক্রমণ ও সহিংসতার শিকার হয়েছেন, তার প্রতিক্রিয়া হিসেবে এখানে এসেছেন তাঁরা। এটিকে তাঁরা প্রতিবাদ হিসেবে দেখছেন। তাঁদের এ দলে শিল্পী, সংগঠক, নাট্যকর্মী, চলচ্চিত্র নির্মাতা, আলোকচিত্রী, গবেষক, উন্নয়নকর্মী ও প্রকৌশলীরা আছেন।