বরাদ্দের ৮০ কোটি টাকা ফেরত দিচ্ছে সংসদ

বিডি নিউজ ২৪ বাংলাদেশ সচিবালয় প্রকাশিত: ২৫ মে ২০২২, ১৮:৫৫

মহামারীর কারণে সংসদ অধিবেশনে কার্যদিবস কম থাকার পাশাপাশি কর্মীদের বিদেশ সফর ও প্রশিক্ষণ না হওয়ায় চলতি অর্থবছরে সংসদ সচিবালয়ের বরাদ্দ থেকে প্রায় ৮০ কোটি টাকা সাশ্রয় হয়েছে।


বুধবার সংসদ সচিবালয় কমিশনের ৩৩তম সভায় চলতি ২০২১-২২ অর্থবছরের ৩৩৬ কোটি ১৪ লাখ টাকার প্রাক্কলিত বাজেট কমিয়ে ৩১৬ কোটি ১ লাখ টাকার সংশোধিত বাজেট অনুমোদন দেওয়া হয়।


সংসদ ভবনে অনুষ্ঠিত এ সভায় আসন্ন ২০২২-২৩ অর্থবছরে সংসদ সচিবালয়ের জন‌্য ৩৪১ কোটি ৮৯ লাখ টাকা বরাদ্দ অনুমোদন দেওয়া হয়। চলতি অর্থবছরের মূল বাজেটের তুলনায় যা ১ দশমিক ৭২ শতাংশ বেশি।


বৈঠক শেষে স্পিকার শিরীন শারমিন চৌধুরী বলেন, “চলতি অর্থবছরে যে বাজেট ছিল আমরা তার থেকে খরচ কম করেছি। আজকের বৈঠকে চলতি অর্থবছরের জন‌্য ৩১৬ কোটি টাকার সংশোধিত বাজেট অনুমোদন দেওয়া হয়েছে।


 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও