সম্প্রচার নিয়ে কথা বলতে ভারতে যাচ্ছেন আইসিসির চেয়ারম্যান
এনটিভি
প্রকাশিত: ২৫ মে ২০২২, ১৮:২৫
গ্রেগ বার্কলে ও জিওফ অ্যালার্ডিস, যথাক্রমে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) চেয়ারম্যান ও সিইও। ভারতে টেলিভিশন ও ডিজিটাল মিডিয়া এক্সিকিউটিভদের সঙ্গে কথা বলবেন তারা।
মুম্বাইতে আলোচনায় বসার কথা তাদের। আইপিএলের প্লে-অফ ও ফাইনালের জন্য বিসিসিআইয়ের আমন্ত্রণে ভারতে যাচ্ছেন তারা। আইসিসির একটি সূত্র ক্রিকবাজকে বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন। আইসিসির রাইট নিয়ে আলোচনা হবে বলে আশা করা হচ্ছে। এর প্রক্রিয়া জুলাই মাসে শেষ হবে বলে আশা করা হচ্ছে। আলোচনা হবে ২০২৫ সালের চ্যাম্পিয়নস ট্রফি, যা পাকিস্তানে হওয়ার কথা। যাতে ভারতের আপত্তি রয়েছে।