সংকটময় পরিস্থিতিতে অর্থমন্ত্রীর দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী বিক্রমাসিংহে

ঢাকা টাইমস শ্রীলঙ্কা প্রকাশিত: ২৫ মে ২০২২, ১৭:৩৬

শ্রীলঙ্কার সদ্য দায়িত্ব পাওয়া প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে সংকট মোকাবেলায় এবার নিজেই অতি গুরুত্বপূর্ণ অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েছেন। বুধবার দেশটির প্রেসিডেন্টের দপ্তরের এক বিবৃতিতে বিষয়টি জানানো হয়েছে।


বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, একইসঙ্গে দেশটির প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন রনিল বিক্রমাসিংহে। অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ায় প্রধানমন্ত্রী রনিল এখন আন্তর্জাতিক অর্থ তহবিলের (আইএমএফ) সঙ্গে বেইলআউট নিয়ে আলোচনায় নেতৃত্ব দিতে পারবেন।


প্রেসিডেন্ট দপ্তরের বিবৃতিতে বলা হয়, আজ সকালে (বুধবার) প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে অর্থ, অর্থনৈতিক স্থিতিশীলতা ও জাতীয় নীতিমন্ত্রী হিসেবে প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের কাছে শপথ নিয়েছেন।


 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও