কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

তিন 'স'-তে ১০৮ দামি গাড়ির সর্বনাশ

সমকাল চট্টগ্রাম বন্দর প্রকাশিত: ২৫ মে ২০২২, ০৮:৫৪

মার্সিডিজ বেঞ্জ, বিএমডব্লিউ, রেঞ্জ রোভার- গাড়ির জগতে অভিজাত ও বিলাসবহুল ব্র্যান্ড হিসেবে পরিচিত। সারা দুনিয়ায় এর কদর থাকলেও চট্টগ্রাম বন্দরে একেবারেই ভিন্ন চিত্র। এখানে রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে নষ্ট হচ্ছে ২৫টি মার্সিডিজ বেঞ্জ, ২৫টি বিএমডব্লিউ, ৭টি রেঞ্জ রোভার, ৭টি ল্যান্ড ক্রুজার, ৬টি লেক্সাস, ৫টি ফোর্ড, ২৬টি মিৎসুবিসিসহ নামিদামি ব্র্যান্ডের ১০৮টি গাড়ি। বার বার নিলামে তোলা হলেও এসব গাড়ির জন্য ক্রেতাও মিলছে না এখন। বিলাসবহুল গাড়ির এমন সর্বনাশের মূলে পাওয়া গেছে তিন 'স'- সময়ক্ষেপণ, সিদ্ধান্তহীনতা ও সিন্ডিকেট।


সংশ্নিষ্টরা জানান, এনবিআরের 'সময়ক্ষেপণ', বাণিজ্য মন্ত্রণালয়ের 'সিদ্ধান্তহীনতা' ও নিলাম 'সিন্ডিকেটের' খপ্পরে পড়ে তিনশ কোটি টাকা মূল্যের এসব গাড়ি নষ্ট হচ্ছে বন্দরের চত্বরেই। অথচ দ্রুত সিদ্ধান্ত নেওয়া গেলে এসব গাড়ি থেকে শতকোটি টাকা রাজস্ব পেত সরকার।


জানতে চাইলে চট্টগ্রাম কাস্টমসের কমিশনার ফখরুল আলম বলেন, 'গাড়িগুলো ন্যায্যমূল্যে বিক্রি করতে অনেকবার উদ্যোগ নিয়েছি আমরা। বাণিজ্য মন্ত্রণালয়ে ভালো সাড়া মিলেছে। আশা করি, এবারের নিলামে ন্যায্যমূল্যে বিক্রি করতে পারব গাড়িগুলো।'

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও