‘অন্যায়’ করা হচ্ছে দলগুলোর সঙ্গে

কালের কণ্ঠ প্রকাশিত: ২৪ মে ২০২২, ০৯:০৫

এএফসি কাপে ‘ডি’ গ্রুপের ফায়সালা গিয়ে ঠেকেছে শেষ দিনের খেলায়। চার দলেরই ৩ পয়েন্ট করে। সুতরাং সবার সুযোগ আছে নক আউটে যাওয়ার। আজ শেষ দিনে ম্যাচ দুটির ফলাফলের ওপর নির্ভর করছে পরের রাউন্ডে কারা যাবে।


পয়েন্টের দিক থেকে সবার সহাবস্থান হলেও নিজেদের দুর্ভাগা ভাবছে দুটি দল—বসুন্ধরা কিংস ও গোকুলাম কেরালা। তারা আজ বাংলাদেশ সময় বিকেল ৫টায় মুখোমুখি হবে। কিন্তু গতকাল সংবাদ সম্মেলনে গোকুলাম কেরালার কোচ ভিনসেঞ্জো আলবার্তো স্পষ্ট করে বলে গেছেন, ‘গ্রুপ পর্বের এই নিয়মটা কোনো দলের জন্যই ন্যায্য হয়নি। পুরো ফুটবলবিশ্ব জানে, গ্রুপের শেষ ম্যাচ ডে-তে একই সময় শুরু হয় ম্যাচগুলো। কিন্তু এখানে হচ্ছে একটির পর আরেকটি। এটা মোটেও ন্যায্য হয়নি। ’ বসুন্ধরা কিংসের বিপক্ষে তাদের ম্যাচ শেষ হয়ে রাত ৯টায় শুরু হবে মোহনবাগান ও মাজিয়ার ম্যাচ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও