You have reached your daily news limit

Please log in to continue


ইতিবাচক খবরে সূচকে লাফ, ৮ দিন পর থামল পতন

মার্জিন ঋণের সীমা বাড়ানোর সিদ্ধান্তের পাশাপাশি অর্থ মন্ত্রণালয় পুঁজিবাজার সহায়ক বেশ কিছু সিদ্ধান্ত নিতে যাচ্ছে এমন খবরে টানা আট দিন দরপতনের পর ঊর্ধ্বমুখী হয়েছে দেশের দুই বাজারের সূচক।

সপ্তাহের দ্বিতীয় দিন সোমবার প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স এক লাফে বেড়েছে ১১৯ পয়েন্ট; শতকরা হিসাবে ১ দশমিক ৯৪ শতাংশ।

দেশের আরেক পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই ৩২২ দশমিক ২৯ পয়েন্ট বেড়ে হয়েছে ১৮ হাজার ৪০০ পয়েন্ট; শতকরা হিসাবে বেড়েছে ১ দশমিক ৭৮ শতাংশ।

বিশ্ববাজারে অস্থিরতা আর ডলারের দাম চড়ে যাওয়ার খবরে আতঙ্কের মধ্যে চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে পুঁজিবাজারে দরপতন শুরু হয়।

শেয়ার বিক্রির হিড়িকে সর্বশেষ আট লেনদেন দিবসে টানা পতন ঘটে সূচকে। এই আট দিনে ডিএসইএক্স সূচক হারায় ৫৫৫ দশমিক ৪০ পয়েন্ট বা ৮ দশমিক ২৯ শতাংশ।

 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন