You have reached your daily news limit

Please log in to continue


‘একটু শান্তিতে থাকতে দিন’, বিয়ের প্রসঙ্গ উঠতেই তেড়ে এলেন কিয়ারা

বিয়ে থেকে শুরু করে বিবাহ-বিচ্ছেদের সাত সতেরো নিয়েই কিয়ারা আদবাণী অভিনীত ছবি 'যুগ যুগ জিও'। সেই ছবির ঝলক মুক্তির দিন নিজেও প্রশ্নের মুখে পড়লেন নায়িকা, "আপনি বিয়েটা সারছেন কবে?" তখন কিয়ারা যা বললেন তাতে ফাঁপরে পড়লেন ভক্তরা। তবে কি কোনওদিন বিয়ে নিয়ে ভাববেনই না অভিনেত্রী?

সিদ্ধার্থ মলহোত্রার সঙ্গে বহুদিন সম্পর্কে রয়েছেন কিয়ারা। এদিকে বিয়ের নাম করেন না কেউই। এমনকি তাঁরা একে অপরকে ভালবাসেন কিনা তাও স্পষ্ট করেননি। মুম্বই সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে কিয়ারা বললেন, "কেন? কাজ করছি, টাকা রোজগার করছি, ভাল আছি। তাতে হচ্ছে না? ভাল থাকতে হলে বিয়ে করতে হবে কেন?"

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন