![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.ntvbd.com%2Fsites%2Fdefault%2Ffiles%2Fstyles%2Fbig_3%2Fpublic%2Fimages%2F2022%2F05%2F23%2F281546032_3188596431399625_8277869474634660251_n.jpg%3Fitok%3DPL4dCXyX%26timestamp%3D1653280401)
শুরুতেই তিন উইকেট নেই বাংলাদেশের
শ্রীলঙ্কার বিপক্ষে ঢাকার টেস্টের শুরুটা মোটেই ভালো হলো না বাংলাদেশের। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খেল মুমিনুল হকের দল।
ম্যাচের প্রথম ওভারেই মাহমুদুল হাসান জয়কে হারায় বাংলাদেশ। রাজিথার দ্বিতীয় বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন তরুণ এ ওপেনার। রানের খাতাও খুলতে পারেননি তিনি। জয়ের পর হতাশ করেন আরেক ওপেনার তামিম ইকবাল। চট্টগ্রামে সেঞ্চুরি হাঁকানো তামিমও আজ খুলতে পারেননি রানের খাতা। বেশিক্ষণ ক্রিজে থাকতে পারলেন না অধিনায়ক মুমিনুল হকও। দুই ওপেনারকে হারানোর চাপ কাটাতে পারলেন না মুমিনুল হকও। ৯ রান করেও তিনিও উইকেট তুলে দেন প্রতিপক্ষকে। এরপর ফিরেছেন নাজমুল হোসেন শান্ত ও সাকিব আল হাসান। দলীয় ২৪ রান তুলতে পাঁচ উইকেট হারিয়ে বিপদে বাংলাদেশ।
সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে আজ সোমবার মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। এ টেস্টে বাংলাদেশের একাদশে দুই পরিবর্তন অনুমিতই ছিল। হয়েছেও তাই। দুই পরিবর্তন নিয়ে ঢাকা টেস্টের লড়াইয়ে নেমেছেন মুমিনুল হকের দল।