কী করে হবেন আকর্ষণীয়, বিজ্ঞান যা বলে

প্রথম আলো প্রকাশিত: ২২ মে ২০২২, ১৯:৩২

মানুষ কী করে হবে আকর্ষণীয়? কেবল চোখের দেখন নয়, আছে বিজ্ঞানের সত্য এর পেছনে। তেমন ১০ গুণের কথা জানা যাক।



১. সঠিক বিএমআই
বডি মাস ইনডেক্স বা বিএমআই নির্ণয় করা হয় দীর্ঘ কতটুকু আর ওজনের অনুপাত দিয়ে। গবেষণায় দেখা গেছে, ২০ দশমিক ৮৫ অনুপাত সবচেয়ে আকর্ষণীয় নারীদের জন্য। সুস্বাস্থ্যের লক্ষণ আর আছে প্রজননের দারুণ ক্ষমতা।
আরেক দেহ অনুপাত হলো কোমর আর হিপের অনুপাত। দেখা গেছে, ০ দশমিক ৬৭ থেকে ১ দশমিক ১৮ নারীদের করে দারুণ আকর্ষণীয়। দেহের বাক আরেক আকর্ষণ। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার এক গবেষণায় দেখা গেছে, গুরু নিতম্ব নারীরা ইন্টেলিজেন্স টেস্টে করেছেন ভালো। এমনকি তাঁদের সন্তানেরাও।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও