ভারতে গণধর্ষণের অভিযোগে ১১ বাংলাদেশির বিভিন্ন মেয়াদে সাজা
ভারতে এক বাংলাদেশি তরুণীকে গণধর্ষণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে ১১ বাংলাদেশিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে আদালত। অভিযুক্তরা সবাই অবৈধ অভিবাসী হিসেবে ভারতে বসবাস করত।
টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে জানায়, শুক্রবার এক রায়ে গণধর্ষণে জড়িত থাকার অভিযোগে চাঁদ মিয়া, মোহাম্মদ রিফাকদুল ইসলাম, মোহাম্মদ আলামিন হোসেন, রকিবুল ইসলাম, মোহাম্মদ বাবু শেখ, মোহাম্মদ ডালিম ও আজিম হোসেনসহ ৭ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় আদালত।
এ ছাড়া, ঘটনায় জড়িত থাকার অপরাধে তানিকা খানকে ২০ বছর এবং মোহাম্মদ জামাল নামে দুজনকে ৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়। আরও দুই নারী আসামিকে ৯ মাস করে লঘু কারাদণ্ড দিয়েছেন আদালত।
এ মামলায় এক ভারতীয় অভিযুক্ত থাকলেও তাকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।