কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

শুধু চাল-গমে স্বয়ংসম্পূর্ণতাই খাদ্যনিরাপত্তা নয়

যুগান্তর ড. আরএম দেবনাথ প্রকাশিত: ২১ মে ২০২২, ১৫:৫৩

এখন গ্রীষ্মকাল, জ্যৈষ্ঠ মাস। ইংরেজি মে মাস। গত মাসেই আমরা বাঙালির নববর্ষ পালন করেছি। এরপর ছিল পবিত্র রমজানের ঈদ। এ দুই উপলক্ষ্যে আনন্দের কোনো সীমা ছিল না।


কারণ শুধু নববর্ষ ও ঈদ উৎসব নয়। কারণ ছিল দুবছর পর আমরা প্রায় করোনামুক্ত দেশে দুটি উৎসব আনন্দ-কোলাহলে কাটাতে পেরেছি। আগের দুবছর কেটেছে আতঙ্ক, ভয়, আশঙ্কা আর প্রাণহানির খবরে। অর্থনীতি ছিল বিপর্যস্ত। মানুষ চাকরিচ্যুত হয়েছেন, কর্মচ্যুত হয়েছেন, পুঁজি ভেঙে, সঞ্চয় ভেঙে খেয়েছেন। আর প্রার্থনা করেছেন করোনামুক্ত হওয়ার জন্য।


এ কারণে ১৪২৯ বাংলা সালটি এসেছে খুবই আশার মধ্য দিয়ে। নববর্ষের অর্থনীতি, ঈদ অর্থনীতি ছিল জমজমাট। শুধু শহর নয়, গ্রামের ক্ষুদ্র, অতিক্ষুদ্র ও কুটিরশিল্পও দুই উৎসবে জেগে ওঠে। জামাকাপড়, পোশাক-পরিচ্ছদ, জুতা-মোজা, প্রসাধনসামগ্রী, ফ্রিজ, এয়ারকন্ডিশনার, আসবাবপত্র নয় শুধু, প্রাণ ফিরে পেয়েছিল ফুল ও মিষ্টির বাজার। বেচাকেনা ছিল উল্লেখযোগ্য।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও