কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

খাওয়া কম হওয়ায় মারামারি, বিয়ে না করেই ফিরে গেলেন বর

জাগো নিউজ ২৪ নরসিংদী প্রকাশিত: ২১ মে ২০২২, ০৫:০৪

নরসিংদী রায়পুরায় বিয়ে বাড়িতে খাবার কম পড়াকে কেন্দ্র করে বর ও কনেপক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটছে। এতে উভয়পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। শুক্রবার (২০ মে) রায়পুরার হরিপুর গ্রামে এ ঘটনা ঘটে। উভয়পক্ষের মারামারি ও সংঘর্ষের ঘটনায় বিয়ে না করেই ফিরে যান বর।


এতে রাগে ক্ষোভে আত্মহত্যার চেষ্টা করেন নববধূ। পুলিশ ও এলাকাবাসী জানায়, রায়পুরার মুসাপুর ইউনিয়নের পূর্ব হরিপুর গ্রামের রফিকুল ইসলামের মেয়ের সঙ্গে একই উপজেলার মাহমুদপুর গ্রামের আতাউর মিয়ার ছেলের দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক। দুই পরিবারের সম্মতিতে শুক্রবার তাদের বিয়ের দিন ধার্য করা হয়। দুপুরে যথারীতি বরযাত্রী এলে খাওয়া-দাওয়া শুরু হয়।


এক পর্যায়ে খাবার কম পড়ায় বরের বাবা রফিকুল ইসলাম ক্ষিপ্ত হন। তিনি খাবার ভর্তি প্লেট ঢিল মেরে ফেলে দেন। এ নিয়ে দুপক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। পরে তা হাতাহাতি ও মারামারিতে গড়ায়। এ ঘটনায় স্থানীয় সাংবাদিকসহ দুপক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। খবর পেয়ে রায়পুরা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও